নিজস্ব সংবাদদাতাঃ ধূপগুড়িঃ আজ ধূপগুড়ি ও আলতাগ্রাম স্টেশনের মাঝে ট্রেন থেকে পড়ে গিয়ে আহত যাত্রী রক্তাক্ত অবস্থায় রেললাইনে পড়ে রইলেন। কিন্তু উদ্ধার করে চিকিৎসার অভাবের জন্য অন্তত ঘণ্টাখানেক পরে মারা গেলো ওই যুবক।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
স্থানীয়রা এক জন যুবককে রক্তাক্ত অবস্থায় রেললাইনের উপর পড়ে থাকতে দেখেন। যা দেখার পর কেউ মোবাইলে ছবি তুললেন, কেউ বা ভিডিও করলেন। কিন্তু রেল পুলিশকে খবর দেওয়া হলেও এক ঘণ্টা পরে রেলের আধিকারিকরা ঘটনাস্থলে এসে পৌঁছান। এদিকে তখনও আহত যুবকের জ্ঞান থাকায় তার বক্তব্য রেকর্ড করা হয়।
এরপর ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত অসমের বাসিন্দা খতিবুল আলম। গুয়াহাটি থেকে মুম্বইয়ের দিকে ডাউন লোকমান্য তিলক এক্সপ্রেস যাওয়ার সময় ধূপগুড়ি স্টেশন পেরোতেই ওই যুবক ট্রেন থেকে পড়ে গেলে ট্রেনটি তার উপর দিয়ে চলে যাওয়ায় দুটো পা-ই কাটা পড়ে।।
রেলের আধিকারিকদের প্রারাথমিক ভাবে অনুমান, ওই যুবক ট্রেনের দরজা দিয়ে হয়তো কোনো ভাবে পড়ে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটে। আপাতত জিআরপি ওই ঘটনার তদন্ত শুরু করছে।