অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সকালবেলা হঠাৎ থমকে গেল মেট্রো পরিষেবা। এদিন কলকাতার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে লাইনে ঝাঁপ দেন ১ জন যাত্রী। এরপর সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ পাওয়ার ব্লক করে মেট্রো রেল পরিষেবা আংশিক ভাবে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ৪৫ মিনিট পর আবার তা চালু করা হয়।
মেট্রো কর্তৃপক্ষ জানান, “৯টা ৪৭ মিনিট নাগাদ মেট্রোর এক জন মোটরম্যান মহানায়ক উত্তমকুমার মেট্রো স্টেশন ও রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝামাঝি একটি দেহ দেখতে পেয়ে বিষয়টি মেট্রো কর্তৃপক্ষকে জানান। মেট্রো কর্তৃপক্ষ খবর পাওয়ার পর মেট্রো পরিষেবা বন্ধ করে দেয়। ময়দানের পর থেকে ডাউন লাইনে ৪৫ মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
তবে দ্রুত পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফেরানোর চেষ্টা করা হচ্ছে। আর দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন অবধি মেট্রো স্বাভাবিক ভাবেই চলছে।” কিন্তু নিত্যযাত্রীরা জানান, “মেট্রো পরিষেবা চালু হলেও সকালবেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। মেট্রো প্রায় প্রতিটি স্টেশনেই দুই মিনিটের বদলে প্রায় পাঁচ থেকে সাত মিনিট দাঁড়িয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যে মেট্রো স্টেশনের সিসিটিভি খতিয়ে দেখে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মৃত যাত্রীর পরিচয় জানার চেষ্টা চলছে। এদিকে দিনের ব্যস্ত সময়ে ময়দানের পর থেকে ডাউন লাইনের মেট্রো পরিষেবা আংশিক বন্ধ হওয়ায় যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here