নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার চাঁচল থানার রানিকামাতে বাড়িতে ঢুকে এক জন বৃদ্ধাকে থেঁতলে খুন করার অভিযোগ উঠেছে। পাশে লোহার রডও পড়ে রয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম রবিনা বেওয়া। বয়স ৫০ বছর।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিনা দেবী বাড়িতে ছোট নাতনীকে নিয়ে থাকতেন। দুই ছেলে ভিন রাজ্যে কাজ করে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। স্থানীয়দের কথায়, “আত্মীয়দের মধ্যেই কেউ এই খুন করে থাকতে পারে।” এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। কিন্তু সম্পত্তির কারণে খুন নাকি অন্য কোনো কারণে খুন করা হয়েছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এদিকে, গতকাল রাতেরবেলা মালদায় বৈষ্ণবনগর থানার বীরনগর এলাকায় প্রদীপ কর্মকার নামে এক জন ব্যক্তি খুন হন। জানা যায়, নিরঞ্জন দাস নামে এক জন ব্যক্তির এলাকায় ঘুঘনি-মুড়ির দোকান রয়েছে। সেখানেই এলাকার তৃণমূল নেতা নিমাই ঘোষ বিনামূল্যে মদ-সিঙারা চায়। আর টাকা না দিয়েই চলে যেতেই বচসা বাধে। এরপর নিরঞ্জনবাবু প্রতিবাদ করতেই তাকে আক্রমণ করা হয়। তখন প্রদীপবাবু বাধা দিতে গেলে আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালাতেই প্রদীপের ঘটনাস্থলে মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here