নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ সকালবেলা ১১ টা ৩০ মিনিট নাগাদ হুগলী স্টেশনে লাইন পার করতে গিয়ে রেল ইঞ্জিনের ধাক্কায় মৃত্যু হলো ১ জন প্রৌঢ়ার। আর গুরুতর আহত হয়েছেন প্রৌঢ়ার ২ বছর বয়সী নাতি যশ সিংহ। স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম সন্ধ্যা রাজভা। বয়স ৪৫ বছর। বাড়ি হুগলীর আদর্শনগর রেল কোয়ার্টারে।
জানা গিয়েছে, এদিন সন্ধ্যা দেবী যশকে কোলে নিয়ে রেললাইন পার হচ্ছিলেন। ওই সময় দু’নম্বর লাইন দিয়ে যাওয়া ব্যান্ডেলগামী একটি রেল ইঞ্জিনের ধাক্কায় ছিটকে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর নাতি গুরুতর আহত হয়। এরপর যশকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।
প্রৌঢ়ার প্রতিবেশীরা জানান, ‘‘সন্ধ্যা দেবী নিজের নামে থাকা একটি গোষ্ঠীঋণ শোধ করতে ব্যাগে সাতাশ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ওই টাকার ব্যাগ পাওয়া যায়নি।’’