মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার বাগদা থানা এলাকায় জমি বিবাদের জেরে প্রতিবেশীর বাঁশের লাঠির আঘাতে মৃত্যু হলো এক জন প্রৌঢ়ের। প্রতিবেশীর বাঁশের লাঠির আঘাতে মৃত্যু হল তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘ দিন ধরে এলাকার জনৈক আব্দুল গনি মণ্ডল ও তার প্রতিবেশী আলাউদ্দিন মণ্ডলের জমি নিয়ে বিবাদ চলছিল। এদিন আব্দুলের বাড়ির পাশে জ্বালানি রাখা নিয়ে গণ্ডগোল শুরু হয়। এরপর আলাউদ্দিনের ছেলে শাহাবুদ্দিন মণ্ডলের সাথে তর্কাতর্কি শুরু হলে তা কিছুক্ষণের মধ্যে হাতাহাতি অবধি গড়ায়। সেই সময় আব্দুলকে শাহাবুদ্দিন বাঁশ দিয়ে আঘাত করতেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Hereতারপর এলাকাবাসীদের তৎপরতায় আব্দুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে তার মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই উত্তেজিত এলাকাবাসী আলাউদ্দিনের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালান। বাগদা থানার বিশাল পুলিশ বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
Sponsored Ads
Display Your Ads Hereএর পাশাপাশি আলাউদ্দিনের অন্য এক ছেলেকে গ্রেফতারও করা হয়েছে। তবে পুলিশ মূল অভিযুক্ত শাহাবুদ্দিন এবং আলাউদ্দিনের খোঁজে তল্লাশি শুরু করেছেন। অন্যদিকে মৃত আব্দুলের ছেলে জসীমউদ্দিনের জানান, “যারা খুন করেছে, যারা এই ঘটনার অভিযুক্ত তাদের যেন কড়া শাস্তি হয়।”