নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ মঙ্গলবারের পরে ফের শনিবার কালজানি নদীর রেল সেতুতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল ১ জন বৃদ্ধের। মৃত ওই বৃদ্ধের নাম গৌরাঙ্গ নন্দী। বয়স ৮৫ বছর। বাড়ি আলিপুরদুয়ারের শোভাগঞ্জ এলাকায়।
রেল পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতেরবেলা গৌরাঙ্গবাবুর এক সম্পর্কিত ভাইয়ের পথ দুর্ঘটনায় মৃত্যু হওয়ায় তাকে দেখতেই রেল সেতুর উপর দিয়ে কোচবিহারের খোল্টায় যাচ্ছিলেন। কিন্তু রেল সেতু পার হওয়ার সময় হঠাৎ বামনহাট থেকে শিলিগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেনের ধাক্কায় গৌরাঙ্গবাবুর মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
তবে চালক ট্রেনের ব্রেকও কষলেও শেষ রক্ষা করতে পারেননি। তার আগেই ট্রেনের ধাক্কায় রেল সেতুর শেষ প্রান্ত থেকে ছিটকে নীচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এর আগেও কালজানি নদীর এই রেল সেতুতে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূল ওই রেল সেতুর পাশে অবিলম্বে ফুট ব্রিজ তৈরীর দাবীতে আন্দোলনে নামার হুঁশিয়ারী দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
জেলার বিধায়ক সুমন কাঞ্জিলাল জানান, “অনেক দিন ধরেই রেল কর্তাদের কাছে ওই সেতুর পাশে একটি ফুট ব্রিজ করার আর্জি জানানো হয়েছে। কিন্তু কাজ হয়নি। দ্রুত ফুট ব্রিজ তৈরী না হলে আন্দোলনে নামা হবে।” অন্যদিকে, ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, “আমরাও চাই, এই ধরণের দুর্ঘটনা বন্ধ হোক। এর সমাধান খুঁজতে আধিকারিকদের সাথে কথা বলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
Sponsored Ads
Display Your Ads Here