অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল ফুলবাগান থানা এলাকার উমেশচন্দ্র ব্যানার্জি রোডে একটি রেস্তরাঁর তেতলার কাচের দেওয়াল ভেঙে নীচে পড়ে গিয়ে মৃত্যু হলো ৫৭ বছর বয়সী পদ্মা মালু নামে এক জন প্রৌঢ়ার। বাড়ি হাওড়ার শিবপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
রেস্তরাঁর মালিক ললিত গুপ্ত জানান, ‘‘এদিন পদ্মা দেবী সহ ১২ থেকে ১৪ জন মহিলা রেস্তরাঁয় আসেন। রেস্তরাঁর একতলায় মিষ্টি, দোতলায় প্যাকেজিংয়ের ব্যবস্থা ও তেতলায় রেস্তরাঁ রয়েছে। তাদের খাওয়াদাওয়া শেষ হলে নীচে নেমে এসে বিল মিটিয়ে দেন। ওই প্রৌঢ়াও নীচে নেমে এসে কয়েক জনের সাথে লিফ্টের পাশে থাকা কাচের জায়গায় দাঁড়িয়ে নিজস্বী তুলছিলেন।
এরপর ফের কমলা দেবী ছবি তুলতে উপরে ওঠার সময় হোঁচট খেয়ে কাচের দেওয়ালের উপরে পড়ে যান। আর তখনই কাচ ভেঙে প্রথমে ক্যানোপির উপরে পড়ে সেখান থেকে ফুটপাতে পড়েন।’’ তারপর পদ্মা দেবীকে উদ্ধার করে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হলে সেখান থেকে আবার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গোটা ঘটনার তদন্তে নেমেছেন। এর পাশাপাশি ওই তেতলার কাচের ভাঙা অংশটি ব্যারিকেড করে রেখে চেয়ার দিয়ে ঘিরে রেখেছেন।