নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ ছত্রিশগঢ়ের মহেন্দ্রগড় জেলার ছিপছিপি গ্রামে স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে এক জন নার্সকে বেঁধে গণধর্ষণের অভিযোগ উঠেছে চার জন অভিযুক্তের বিরুদ্ধে।
জানা গেছে, ওই মহিলা স্বাস্থ্যকেন্দ্রে একা বসে কাজ করার সময় চার জন স্বাস্থ্যকেন্দ্রের ভিতরে ঢুকে ওই মহিলার হাত-পা বেঁধে মারধর করে গণধর্ষণ করে। এমনকি এই ঘটনার কথা পুলিশকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এরপর ওই মহিলা পরিবারের সদস্যদের বিষয়টি জানালে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তিন জনকে গ্রেফতার করেন। আর এক জন অভিযুক্ত পলাতক। অভিযুক্তদের মধ্যে এক জন নাবালকও আছে। এদিকে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই একাধিক স্বাস্থ্যকেন্দ্রের নার্সরা ক্ষোভ প্রকাশ করে নিজেদের নিরাপত্তার দাবী জানিয়েছেন।
জেলার একটি স্বাস্থ্যকেন্দ্রের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রতিমা সিংহ হুঁশিয়ারি গিয়ে জানান, “আমরা নিরাপত্তা চাই। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে আমরা আর কাজ করব না।” স্বাস্থ্যকর্মীদের দাবী, “তারা প্রত্যন্ত এলাকায় গিয়ে কাজ করেন। যদি সরকার তাদের নিরাপত্তা না দেয় তাহলে কাজ করা মুশকিল হয়ে যাবে।”