নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গতকাল নদীয়ার কৃষ্ণনগরে হেমন্ত হিমঘরে চুরি আটকাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হলেন একটি বেসরকারী সংস্থার নিরাপত্তা কর্মীকে। খুনের কয়েক ঘণ্টার মধ্যে ২ দুষ্কৃতীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। মৃতের নাম আশিসকুমার দত্ত। বয়স ৬৫ বছর। বাড়ি নবদ্বীপ পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বেনেপাড়া এলাকায়।
জানা গিয়েছে, গভীর রাতেরবেলা আশিসবাবুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে অন্য এক নিরাপত্তা কর্মী কোতোয়ালি থানার পুলিশের কাছে খবর দেন। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃদ্ধকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ তদন্তে নেমে আজ ভোর রাতে দুই জন দুষ্কৃতীকে খুনে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেন। এর মধ্যে এক জনকে তিন দিনের পুলিশী হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। আর ধৃত নাবালককে ১৪ দিনের জন্য হোমে রাখা হবে। ধৃতরা কৃষ্ণনগর পুরসভার অনাদিনগর এলাকার বাসিন্দা।
Sponsored Ads
Display Your Ads Here