নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ মালদার রতুয়া থানার নয়া বিলাইমারি এলাকায় গঙ্গার উপরে একটি বেলুনের ন্যায় সবুজ প্লাস্টিকের ভেলা থেকে একটি জীবন্ত কন্যাসন্তান উদ্ধার হওয়াকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোরগোল শুরু হয়ে যায়।
যা দেখে ওই শিশুকে এলাকাবাসীরা তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে মহানন্দটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। কিন্তু শারীরিক অবস্থার অবনতির জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এর পাশাপাশি থানায় খবর দেওয়া হয়।
পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, কন্যা সন্তান জন্ম নেওয়ায় শিশুটিকে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে শিশুটির পরিবারের সন্ধান শুরু করা হয়েছে। তবে এখনো অবধি সন্ধান পাওয়া যায়নি। কিন্তু এখন ওই শিশুটি কার কাছে প্রতিপালিত হবে এখনো অবধি তা নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আপাতত ওই শিশুটি হাসপাতালেই রয়েছে।