নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ পকসো মামলায় বিচারাধীন বন্দিকে জামিন পাইয়ে দিতে বিচারকের সই নকল করে রিলিজ অর্ডার তৈরী করার অভিযোগে গ্রেফতার হাওড়া আদালতের এক জন মুহুরী। ধৃতের নাম অমিত দেবনাথ। গতকাল আদালতে হাজির করানো হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে দাবী, অমিত পকসো মামলায় বিচারাধীন বন্দি অমিত ধানুকাকে জামিন দিতে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের সই নকল করেছেন। এরপর ওই ভুয়ো অর্ডার কপি হাওড়া জেলা সংশোধনাগারে পাঠানো হতেই জেলের আধিকারিকদের সন্দেহ হয় কারণ মঙ্গলবার আদালতে আইনজীবীদের কর্মবিরতি ছিল। আর রিলিজ অর্ডার পকসো আদালতের বিচারকের দেওয়ার কথা ছিল।
Sponsored Ads
Display Your Ads Here
ফলে গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই হাওড়া আদালতের ল’ক্লার্ক অ্যাসোসিয়েশনকে জানানো হলে ওই সংগঠনের সদস্যরা অমিতকে তাদের হাতে তুলে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল ল’ক্লার্ক অ্যাসোসিয়েশনের হাওড়া ইউনিটের সভাপতি সন্তোষ দাস জানান, ‘‘পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন। অভিযুক্ত মুহুরীকে সাসপেন্ড করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here
মুহুরির কাজ করতে গেলে ল’ক্লার্ক কাউন্সিল থেকে যে বৈধ অনুমতি নিতে হয়, তা বাতিল করার জন্য আবেদন করা হবে। পাশাপাশি অমিত যাতে হাওড়া আদালতে কাজ না করতে পারেন সেই ব্যবস্থা করা হবে।’’ অমিত জেরায় বলেন, ‘‘তিনি জামিন করানোর জন্য পকসো মামলায় অভিযুক্তের থেকে ৭৪ হাজার টাকা নিয়েছিলেন। কিন্তু জামিন না হওয়ায় অমিতের বাড়ি থেকে চাপ দিলে নকল রিলিজ অর্ডার বার করে জামিন করানোর চেষ্টা করা হয়।’’
Sponsored Ads
Display Your Ads Here