নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ উত্তর দিনাজপুরের চোপড়ায় দশ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তাঁর আত্মীয়র বিরুদ্ধে। ওই ছাত্রীর বাবার অভিযোগ, কয়েকদিন থেকে তার মেয়ে ঠিকঠাক খাওয়া দাওয়া করছিল না। আচমকাই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। মেয়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় সন্দেহ হয় বাবা-মায়ের। মেয়েকে প্রথমে জিজ্ঞাসাবাদ করলে, প্রথমে সে কিছু জানায় না। নাবালিকার বাবার বক্তব্য, মেয়েকে চেপে ধরতেই সবটা বলে ফেলে
বাবার অভিযোগ, তাঁর বোনের বরই মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে এই ধরনের নোংরা আচরণ করছেন। চা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করত বলে অভিযোগ। কিন্তু পরিবারকে জানালে প্রাণে মারার হুমকিও দিয়েছিল বলে অভিযোগ। তাই ভয়ে মুখ খুলতে পারেনি নাবালিকা। বিষয়টি জানতে পেরে নাবালিকার বাবা চোপড়া থানার লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় পুলিশ এক জনকে গ্রেফতার করেছে। শুক্রবার ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হয়। নাবালিকার মেডিক্যাল টেস্টের ব্যবস্থা করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here