নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ ফের ধর্ষণকাণ্ডে উঠে এলো উত্তরপ্রদেশের নাম। এবার এক নাবালিকা উত্তরপ্রদেশের ললিতপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করতে গিয়ে আত্মীয়ার সামনে সেই থানাতেই এক ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের হাতে ধর্ষণের শিকার হলো।
জানা গেছে, গত ২২ শে এপ্রিল গ্রামেরই চার জন নাবালিকাকে প্রলোভন দেখিয়ে ভোপালে নিয়ে যান। এরপর সেখানে আটকে রেখে চার দিন ধরে ওই চার জন তাকে ধর্ষণ করে। তারপর দু’দিন আগে নাবালিকাকে গ্রামে ফের ফিরিয়ে দিয়ে যান।
এরপরেই ওই নাবালিকা ললিতপুর থানায় চার জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করতে আসলে থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিলকধারী জানান, “পরের দিন তাকে গোপন জবানবন্দি দিতে থানায় আসতে হবে।”
পুলিশ আধিকারিকের কথা মতো কাকিমাকে নিয়ে থানায় গোপন জবানবন্দি দিতে গেলে অভিযোগ ওঠে যে, পুলিশ আধিকারিক ওই নাবালিকাকে একটি ঘরে নিয়ে গিয়ে কাকিমার সামনেই ধর্ষণ করেন। এই ঘটনায় পুলিশ আধিকারিক ও ওই নাবালিকার কাকিমার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশ আধিকারিককে বরখাস্ত করা হয়েছেে। এছাড়া তার খোঁজে তল্লাশি চালানোর জন্য একটি বিশেষ দলও গঠন করা হয়েছে। এর পাশাপাশি আশা করা যায় যে, অল্পদিনের মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।