নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটকঃ কর্ণাটকে ১৬ বছর বয়সী এক নাবালককে বিবস্ত্র করে প্রার্থনা করার অভিযোগ উঠলো তিন জনের বিরুদ্ধে। নাবালক নগ্ন অবস্থায় প্রার্থনা করার সময় ওই তিন জন ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিতেই তা ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় ওই তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
কর্নাটকের কোপ্পাল গ্রামীণ থানার পুলিশ অভিযোগ পেয়ে এই ঘটনাটির তদন্ত শুরু করে তিন জনের বিরুদ্ধে মামলা রুজু করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত শরণাপ্পা, বীরুপানা গৌড়া ও শরণাপ্পা তালাওয়ারা বাবার সব ঋণ শোধ হওয়ার জন্য ওই নাবালককে পোশাক না পরে প্রার্থনা করতে বলেন।
এছাড়া ঈশ্বরের আশীর্বাদে প্রার্থনার শেষে ওই নাবালকের পরিবারের হাতে মোটা টাকাও আসবে বলে বোঝানো হয়। আর সে এই কথাগুলোয় বিশ্বাস করে নগ্ন অবস্থায় প্রার্থনা করতে রাজি হয়ে যায়। এরপর ওই নাবালককে একটি হোটেলের ঘরে নিয়ে গিয়ে সেখানে নগ্ন অবস্থায় প্রার্থনা করতে বসানো হয়।
আর তখনই ভিডিও তুলে সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়। তারপর ওই নাবালক নিজের নগ্ন অবস্থার ভিডিও ভাইরাল হওয়ার কথা জানতে পেরে মা-বাবার সাথে থানায় গিয়ে সমস্ত বিষয় অভিযোগ দায়ের করেন।