নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ পুরুলিয়ার কোটশিলায় একটি প্রাথমিক স্কুলে ক্লাস চলাকালীন মাঝে মধ্যেই তৃতীয় শ্রেণীর খুদে পড়ুয়াকে প্রধানশিক্ষক নিজের ঘরে লজেন্স দেওয়ার নাম করে ডেকে দিনের পর দিন যৌন নির্যাতন চালাতেন। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই অভিভাবকরা ক্ষোভে ফুঁসছেন।
এই ঘটনার কথা জানাজানি হতেই গ্রামবাসীরা বিদ্যালয়ে এসে প্রধানশিক্ষককে পিছমোড়া করে বেঁধে গলায় জুতোর মালা পরিয়ে দেন। বিদ্যালয় পরিদর্শক ঘটনাটির খবর পেয়ে কোটশিলা থানার পুলিশের কাছে জানালে পুলিশ এসে অভিযুক্তকে গণপিটুনির হাত থেকে রক্ষা করে থানায় নিয়ে যান।
পুলিশ সূত্রে জানা যায়, ওই প্রধানশিক্ষকের বাড়ি জয়পুর থানার একটি গ্রামে। নির্যাতিতা পড়ুয়ার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রধানশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে জেলা আদালতে তোলা হচ্ছে। অন্য দিকে, নির্যাতিতা নাবালিকার ডাক্তারী পরীক্ষার পর গোপন জবানবন্দি নেওয়া হবে।