নতুন জামা না পেয়ে আত্মঘাতী হলো ১ নাবালিকা
দীপঙ্কর গোস্বামীঃ মালদাঃ খুশির ঈদে বাবার কাছে নতুন জামা চেয়েছিল মেয়ে। কিন্তু আংশিক লকডাউনে বাবার তেমন কাজ ছিল না। কিন্তু তাও মেয়েকে বলেছিলেন, “ঈদের সকালেই তাকে নতুন জামাকাপড় কিনে দেবেন”। তবে ১০ বছরের মেয়ে তা সহ্য করতে না পেরে বাড়ির ছাদে বাঁশের সাথে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো। বৃহস্পতিবার রাতে মালদার কালিয়াচক থানার জালালপুর অঞ্চলের ফুলবাগ এলাকায় ঘটনাটি ঘটে।
বাড়ির লোকেরা বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি অবস্থায় সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এরপর ওই নাবালিকাকে পরিবারের লোকেরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর কিছুক্ষণ চিকিৎসা চলার পরেই রাতেই নাবালিকার মৃত্যু ঘটে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। খুশির ঈদে পরিবারের লোকেরা মেয়ের মৃত্যুতে শোকাহত। শুক্রবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। মৃত নাবালিকার নাম ইস্মাতুন খাতুন (১০)। স্থানীয় প্রাথমিক প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়াশুনা করত।