নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ থমথমে উপত্যকায় আবারও গুলির শব্দ ভেসে আসছে। এবার জম্মু-কাশ্মীরের বন্দিপুরায় সেনা-জঙ্গির গুলির লড়াই শুরু হতেই ইতিমধ্যে ১ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। আর ২ জন সেনা জওয়ান আহত হয়েছেন। তবে এখনও গুলির লড়াই অব্যাহত।
পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পরই গোটা কাশ্মীরকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। নিরাপত্তারক্ষীরা হত্যাকারী জঙ্গিদের খুঁজতে চিরুণি তল্লাশি চালাচ্ছেন। মূলত পহেলগাঁওয়ের আশেপাশের পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে। সন্দেহ করা হচ্ছে, জঙ্গিরা এই এলাকাতেই লুকিয়ে থাকতে পারে। আজ সকালে নিরাপত্তারক্ষীদের কাছে বন্দিপোরায় সন্দেহভাজক গতিবিধির খবর আসতেই জঙ্গিদের খোঁজে বন্দিপোরার কুলনার বাজিপোরায় তল্লাশি অভিযান শুরু হয়।
এরপর জঙ্গলে ঢুকতেই জঙ্গির নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। এই সংঘর্ষে দু’জন জওয়ান আহত হন। ইতিমধ্যেই নিরাপত্তারক্ষীরা চারিদিক ঘিরে ফেলেছে। আর এক জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। উল্লেখ্য, শুধু পহেলগাঁও নয়, জঙ্গিদের কাশ্মীরে আরো নাশকতা ছড়ানোর লক্ষ্য ছিল। এমনকি এখনো এখানে জঙ্গি উপস্থিতির আঁচ পাওয়া যাচ্ছে। এর আগে কুলগামে ও উধমপুররেও সেনা-জঙ্গি সংঘর্ষ হয়েছে। জঙ্গিরা জঙ্গল এবং পার্বত্য অঞ্চলের ভিতর দিয়ে পালিয়ে বেড়াচ্ছে।