অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ কলকাতার মহাত্মা গান্ধী রোডে (এমজি রোড) হাওড়াগামী একটি মিনিবাসের ধাক্কায় ১ জন মহিলার মৃত্যু হয়েছে। আর কয়েক জন পথচারীও আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় এক জন শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে।
জানা যায়, এদিন যাত্রীবাহী মিনিবাসটি শিয়ালদহের দিক থেকে যাওয়ার সময় বড়বাজারে এমজি রোডের উপর রাস্তা ছেড়ে রেলিং ভেঙে সোজা ফুটপাতে উঠে সজোরে পথচারীদের ধাক্কা মারে। আর এর অভিঘাতে বাসের সামনের অংশ একেবারে দুমড়ে-মুচড়ে গিয়েছে। এছাড়া বাসের নম্বরপ্লেটও ভেঙে যায়।এরপর প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মহিলার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছে ঘাতক বাসটিকে বাজেয়াপ্ত করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
এমনকি বাস চালককেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়েই রাস্তা ছেড়ে ফুটপাতে উঠে পড়ে। তবে বাসের গতি বেশী ছিল, নাকি যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনা ঘটলো, তা তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনাস্থল ও তার আশপাশের সিসি ক্যামেরা ফুটেজও খতিয়ে দেখার কাজ চলছে। এদিকে এই দুুুুর্ঘটনায় এলাকাবাসীরা জনবহুল এলাকায় নজরদারীর অভাব তুলেছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এলাকাবাসীদের দাবী, “বড়বাজারের মতো এলাকায় বাসের কোনো স্টপেজ নেই। যাত্রীরা প্রায় দৌড়ে বাস থেকে ওঠানামা করেন। সব সময়ই বিপদের সম্ভাবনা থাকে। তার উপর মাঝেমধ্যেই বাসগুলি যাত্রী তোলার জন্য নিজেদের মধ্যে রেষারেষি করে।” অন্যদিকে, বাসের রেষারেষি রুখতে সরকার কড়া পদক্ষেপও গ্রহণ করেছে। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বিভিন্ন বাসমালিকদের সংগঠনের সাথে বৈঠক করে কয়েক দফা নির্দেশিকাও জারি করেছেন। কিন্তু তাও বাসচালকরা তৎপর হননি।
Sponsored Ads
Display Your Ads Here