নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ গতকাল আলিপুরদুয়ারের ডিমডিমা চা বাগান এলাকায় ছাগল খাবার লোভে এগিয়ে আসতেই একটি স্ত্রী লেপার্ড খাঁচা বন্দি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
এদিন এলাকাবাসীরা খাঁচা বন্দি লেপার্ডটিকে দেখতে পেয়ে বন দপ্তরে খবর দেন। এরপর জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জের বন কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে খাঁচা বন্দি লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যান। কিন্তু এর কোনো শাবক এলাকায় রয়েছে কি না, তা জানতে সন্ধান চালানো হচ্ছে। উল্লেখ্য যে, লেপার্ডটির অত্যাচারে গ্রামের বাসিন্দারা আতঙ্কে থাকতেন। আবার অনেক সময় ছোটো শিশুদের দিকে তেড়েও এসেছে। তবে অবশেষে এটি খাঁচা বন্দি হওয়ায় চা বাগান এলাকায় কার্যত স্বস্তি নেমে এসেছে।