বাড়ির মধ্যে থেকে উদ্ধার ১ টি চিতাবাঘ
নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ জঙ্গল ছেড়ে লোকালয়ে চিতাবাঘ। বন্যপ্রাণীকে দেখে এলাকায় আতঙ্ক ছড়ালো। শিলিগুড়ির সমরনগর এলাকায় ঘটনাটি ঘটেছে।
সোমবার সকালে স্থানীয় এক ব্যক্তি বাড়ি পরিষ্কার করে বাড়ির পাশে একটি ঝোপের পাশে ফেলতে যায়। সেই সময় চিতাবাঘটি ব্যক্তিটির উপর আক্রমণ করে। ফলে ওই ব্যক্তি বাঘের হানায় আহত হন। ওই ব্যক্তির চিৎকার শুনে ছুটে পাড়ার লোকেরা আসেন। ততক্ষণে চিতাবাঘটি চম্পট দিয়ে পাশের একটি বাড়িতে ঢুকে যায়।
এরপর বনদপ্তরকে খবর দেওয়া হলে বন কর্মীরা ঘটনাস্থলে এসে বাঘটি ধরে নিয়ে যায়। চিতাবাঘটি ধরা পড়লেও লোকালয়ে এভাবে চিতাবাঘ চলে আসায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। উল্লেখ্য, কিছুদিন আগে সমর নগর এলাকার পাশেই মিলন মোড় এলাকায় একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের কুয়োতে পড়ে মৃত্যু হয়েছিল। পুনরায় এই এলাকায় চিতাবাঘ বের হওয়ায় স্থানীয়রা বন দপ্তরের নজরদারির দাবী জানান।