নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার ইংরেজবাজারের লক্ষ্মীপুরে বন্ধুর বাড়িতে জন্মদিনের পার্টি চলাকালীন সেখানেই ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে তৃণমূল নেতাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে আরেক স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। মৃত তৃণমূল নেতার নাম আবুল কালাম আজাদ। মইনুল শেখের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে।
অভিযোগ, ‘‘আবুল কালাম আজাদের বিরুদ্ধে জোর করে জমি দখল, জাল সার্টিফিকেট বানানো ও জাল দলিল বানিয়ে জমি দখল করার মতো অভিযোগও রয়েছে। সম্প্রতি এক জন জীবিত ব্যক্তি এবং তার ছেলেকে মৃত দেখিয়ে সাত বিঘার বেশী জমি-বাগান হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।’’
এদিকে, মইনুল শেখ একজন প্রভাবশালী তৃণমূল নেতা। একসময় ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। পরে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে তৃণমূলে টিকিট না পেয়ে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের টিকিট পান ও জয়ী হন। পরে ফের তৃণমূলে ফিরে যান। তার তৃণমূলের জেলা সভাপতি সহ জেলার তাবড় তাবড় নেতাদের সাথে ওঠাবসা। এলাকার বাসিন্দারা মইনুল শেখকে জমি মাফিয়া বলেও উল্লেখ করে থাকেন।
Sponsored Ads
Display Your Ads Here
অভিযোগ উঠেছে, ‘‘আবুল কালাম আজাদ এবং মইনুল শেখ একসাথে জমির ব্যবসা করতেন। কিন্তু নয় বিঘা জমি নিয়ে ও মোটা অঙ্কের টাকা নিয়ে বিবাদ ছিল। আর ওই বিবাদের জেরে মইনুল শেখ আবুল কালাম আজাদকে ঘরের ভিতর দীর্ঘক্ষণ ধরে পিটিয়ে, কুপিয়ে নির্মমভাবে খুন করেন।” তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সী এই প্রসঙ্গে জানান, “এই ঘটনার সাথে দলের কোনো সম্পর্ক নেই। যারা এই খুনের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক।” তবে পুলিশ খবর পেয়ে অভিযুক্ত তৃণমূল নেতাকে আটক করেছেন।