অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল দক্ষিণ কলকাতার চারু মার্কেট এলাকায় গাড়ি পার্কিং নিয়ে ঝামেলার জেরে এক তরুণী আইনজীবীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠলো কয়েক জনের বিরুদ্ধে। অকথ্য ভাষায় ওই আইনজীবীকে গালিগালাজও করা হয় বলে অভিযোগ ওঠে।
আইনজীবীর অভিযোগ, “তার চেম্বারের সামনে বেআইনী পার্কিং করায় প্রতিবাদ করা হয়েছিল। আর ওই প্রতিবাদের জেরে এলাকার কয়েক জন তার সঙ্গে বচসা শুরু করেন। আর বচসার মধ্যে আচমকাই ওই আইনজীবীকে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়। এছাড়া হুমকিও দেওয়া হয়।” পুলিশ এই অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর দু’পক্ষই থানায় পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু হামলাকারী সহ এলাকায় কয়েক জনের অভিযোগ, “আইনজীবীর বাবা পেশায় প্রোমোটার। অবৈধ নির্মাণের সাথে জড়িত। আর আগে তাদের উপর হামলা চালানো হয়েছে।” তবে পুলিশ একদিকে আইনজীবী ও হামলাকারীদের অভিযোগ খতিয়ে দেখে এই ঘটনার উপর তদন্ত শুরু করছে।
Sponsored Ads
Display Your Ads Here