নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গতকাল রাতেরবেলা শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডের সুকান্তনগরে দলীয় কার্যালয়ে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলেন বিদ্যুৎ সাহা নামে এক জন জমি ব্যবসায়ী। বিদ্যুৎবাবুর এলাকায় তৃণমূলকর্মী হিসাবেও পরিচিতি রয়েছে। হঠাৎ গুলির জোরালো শব্দে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
![]()
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বাড়ির পাশে দলীয় তৃণমূলের কার্যালয়ে বসেছিলেন। সেখানে দুই জন ব্যক্তি মুখে কালো কাপড় ঢাকা দিয়ে একটি লাল রঙের বাইকে করে এসে বিদ্যুৎবাবুকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এরপর দ্রুত বিদ্যুৎবাবুকে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় সেবক রোডের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যান।
ভক্তিনগর থানা এবং আশিঘর আউটপোস্ট থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। তারপর পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। ইতিমধ্যেই পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য হাতে এসেছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2024/07/6192024134344.jpg)
- Sponsored -
প্রসঙ্গত, প্রায় এক মাস আগে আশিঘর থানার পুলিশ জমি নিয়ে একটি গোলমালের ঘটনায় বিদ্যুৎবাবুকে গ্রেফতার করেন। পরে অবশ্য জামিনে মুক্তি পান। আর এই হামলার সঙ্গে ওই ঘটনার যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।