নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ যখন হাসপাতালে সাংবাদিকদের প্রবেশ নিষেধ। ঠিক তখনই হাসপাতাল আউটডোরে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের অবাধ যাতায়াত।
এবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে খবর করতে গিয়ে হাসপাতালের নিরাপত্তা কর্মীদের হাতে আক্রান্ত সংবাদ মাধ্যমের কর্মী।
Sponsored Ads
Display Your Ads Here
সরকারী হাসপাতালে সবসময় মেডিকেল রিপ্রেজেনটেটিভদের প্রবেশ নিষিদ্ধ। তা সত্ত্বেও যখন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের স্কিন বিভাগের আউটডোরে চিকিৎসক রোগী দেখেছিলেন ঠিক সেই সময় দু’জন মেডিকেল রিপ্রেজেনটেটিভ চিকিৎসকে ঘরে ঢুকে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
তখন চিকিৎসক রোগীর লম্বা লাইন ফেলে দিয়ে রিপ্রেজেনটেটিভদের সাথে গল্পে মত্ত হয়ে যান। আর সাংবাদিক সেই ছবি তুলতে গেলে চিকিৎসক সিকিউরিটি গার্ডকে উসকে দিলে সিকিউরিটি গার্ড সাংবাদিককে মেরে ডান হাত ফাটিয়ে দেয় বলে অভিযোগ ওঠে।
Sponsored Ads
Display Your Ads Here
কোতোয়ালি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে জরুরী বিভাগে নিয়ে যায়।ই ঘটনায় জলপাইগুড়ির সংবাদমাধ্যমের কর্মীরা সিকিউরিটি গার্ডের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের কাছে অভিযোগ জানান।
কিন্তু এদিন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্কিন স্পেশালিষ্ট চিকিৎসক শুভম চ্যাটার্জী তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেন, “তার কাছে রিপ্রেজেনটেটিভ এসেছিল। তবে তিনি তাদের চলে যেতে বলেন। এছাড়া রোগীদের লম্বা লাইন তার ডিপার্টমেন্টের নয়”।
এই বিষয়ে হাসপাতাল সুপার ডাক্তার গয়ারাম নস্কর জানিয়েছেন, “আপাতত ওই সিকিউরিটি গার্ডকে শোকজ করা হয়েছে পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের তরফে ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে”।