ব্যুরো নিউজঃ ইউক্রেনঃ এই প্রথম রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কর্ণাটকের বাসিন্দা নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর নামে এক জন ভারতীয় ছাত্রের মৃত্যু হলো। নবীন মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী টুইট করে এই খবর জানিয়েছেন।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, নবীন নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানের লাইনে দাঁড়িয়ে ছিলে। সেই মুহূর্তেই রুশ সেনার ছোঁড়া ওই জায়গায় আছড়ে পড়ে। এর ফলেই নবীনের মৃত্যু হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যে বিদেশ মন্ত্রক রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রদূতদের তলব করেছে। ইউক্রেনের খারকিভে আটক ভারতীয় ছাত্রদের দ্রুততার সাথে ফেরানোর দাবী জানানো হবে। বিদেশমন্ত্রকের প্রতিনিধিগণ নিহত ছাত্রের পরিবারের সাথে কথা বলেছেন। পাশাপাশি অরিন্দম বাগচীও শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন সকালবেলা থেকেই যুদ্ধবিধ্বস্থ ইউক্রেনে রুশ সেনা হামলার মাত্রা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বহুতলগুলি একের পর এক মিসাইল হানায় গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। যার মধ্যে বহু সরকারী সংস্থার অফিস রয়েছে। এই কঠিন পরিস্থিতিতে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে প্রশাসনও যথেষ্ট উদ্বিগ্ন।
Sponsored Ads
Display Your Ads Here