নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার উখরিদ গ্রামের পশ্চিমপাড়ায় বিয়ের তিন মাসের মধ্যে মৃত্যু হলো ১ গৃহবধূর। ইতিমধ্যে এই ঘটনায় পুলিশের হাতে গ্রেফতার স্বামী ও শ্বশুর।
জানা গেছে, বাঁকুড়ার ইন্দাস থানার রোল গ্রামের মহাদেব সাঁতরার মেয়ে মঙ্গলি বর্ধমানের খণ্ডঘোষ থানার অর্ন্তগত পশ্চিমপাড়ার বাসিন্দা রাজকুমার বাগদির সঙ্গে ভালবাসা করে পরিবারের অমতে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। কিন্তু বিয়ের দশ দিন পর মঙ্গলির উপর শ্বশুরবাড়ির সদস্যরা বাপেরবাড়ি থেকে যৌতুকের টাকা আনার জন্য চাপ সৃষ্টি করে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর মঙ্গলি বাপেরবাড়িতে জানালে তার বাবা টাকা জোগাড় করার চেষ্টা করছিলেন। তবে শ্বশুরবাড়ির সদস্যরা টাকা না পাওয়ায় মঙ্গলির উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। আর দিনের পর দিন তা বাড়তে থাকে। অবশেষে সে অত্যাচার সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর মঙ্গলির বাবা খণ্ডঘোষ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগ পেয়ে বধূ নির্যাতন এবং পণের কারণে মৃত্যুর ধারায় মামলা রুজু করেন। তারপর পুলিশ তদন্তে নেমে ওই দিন বেড়ুগ্রাম বাসস্ট্যান্ড এলাকা থেকে রাজকুমার ও তার বাবা দশরথবাবুকে গ্রেফতার করে সিঋজেএম আদালতে পেশ করেন।
Sponsored Ads
Display Your Ads Here
আর পুলিশ রাজকুমারকে তদন্তের প্রয়োজনে তদন্তের প্রয়োজনে সাত দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানালে বিচারক ধৃতের সাত দিনের পুলিশী হেফাজত মঞ্জুর করেন। এছাড়া দশরথকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৫ ই অক্টোবর ফের আদালতে পেশ করার নির্দেশ দেন।