নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ নদীয়ার শান্তিপুরের এক নম্বর ওয়ার্ডের বাগচীর বাগান এলাকায় চার মাসের সন্তানকে ঘুম পাড়িয়ে ওই ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে ১ গৃহবধূ। মৃতার নাম সুপ্রিয়া বিশ্বাস। বয়স ২৭ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুপ্রিয়ার স্বামী সুমিত বিশ্বাস কলকাতায় একটি বেসরকারী সংস্থায় কর্মরত। অন্যান্য দিনের মতো ভোর ৫ টা ৫০ মিনিটের ট্রেন ধরে কলকাতায় রওনা হন। সুপ্রিয়া বাড়িতে সন্তানকে নিয়ে একাই ছিল। প্রতিবেশী এক জন মহিলা সুপ্রিয়াকে ডাকতে গিয়ে সাড়া পাননি।
এরপর কয়েক জনকে নিয়ে ডাকাডাকি করলেও সাড়া না পাওয়ায় দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে দেখেন গলায় ফাঁস দিয়ে ঝুলছে। তারপর তাকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃত্যুর কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠান।
এদিকে সুমিতের দাবী, ‘‘পরিবারে কোনো অশান্তি ছিল না। সকালবেলা বেরনোর সময় ভালোভাবে কথাও বলেছে অশান্তি কিংবা অভিমানের আঁচ ছিল না। এমন করল কেন বোঝা যাচ্ছে না।’’ প্রতিবেশীরাও জানাচ্ছেন, ‘‘সুপ্রিয়া এবং সুমিতের দাম্পত্য অশান্তির কোনো আঁচ পাওয়া যায়নি।’’ এই ঘটনায় সমগ্র এলাকা একেবারে শোকস্তব্ধ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলেও আপাতত এই ঘটনায় কোনোরকম অভিযোগ দায়ের হয়নি।