নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ রাজস্থানের বিকানের জেলায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে ২২ বছর বয়সী ১ জন গৃহবধূ আত্মঘাতী হলো। আর মৃত্যুর আগে হোয়াট্সঅ্যাপে নিজের হেনস্থার কথা লিখে গেল। হোয়াট্সঅ্যাপ স্ট্যাটাসে লিখেছিল, ‘‘আমি আত্মহত্যা করছি। শ্বশুর আর ননদের অত্যাচার সহ্য করতে করতে আমি ক্লান্ত। মা-বাবা, তোমাদের মিস্ করছি। আমার শাশুড়ি হাতকড়া পরাতে খুব ভালবাসেন। আমার মৃত্যুর পর ওঁকেও তোমরা হাতকড়া পরিয়ো।’’
জানা গেছে, চার বছর আগে গৃহবধূর বিয়ে হয়েছিল। এরপর থেকেই পণের জন্য শ্বশুরবাড়ি থেকে চাপ দেওয়া হত। এমনকি মারধরও করা হয়েছিল। একাধিক বার মহিলা বাপের বাড়িতেও চলে গিয়েছিলেন। গত মঙ্গলবার মহিলার হোয়াট্সঅ্যাপ স্ট্যাটাস দেখে বাপের বাড়ির সদস্যরা শ্বশুরবাড়ির পরিবারের সাথে যোগাযোগ করলে জানানো হয়, ‘‘তাদের মেয়ের মৃত্যু হয়েছে।’’ এরপর তার মা-বাবা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
Sponsored Ads
Display Your Ads Here
পুলিশ অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে। কিন্তু এখনো অবধি কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তদন্ত চলছে। আর মহিলার মা-বাবার বয়ানও রেকর্ড করা হবে। যদিও ওই মহিলা নিজের পোস্টে স্বামীর কথা উল্লেখ করেননি, তবুও তার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হবে। পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
Sponsored Ads
Display Your Ads Here