অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সাতসকালবেলাই আচমকা টালিগঞ্জ থানা এলাকার সজল সেন রোডের একটি হোটেল থেকে ঝাঁপ দিয়েছেন একজন ব্যক্তি। হোটেলের নীচের ফুটপাত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, মৃত দুর্গাপুরের বাসিন্দা সুমন্ত ঘোষ। কয়েকদিন থেকে সুমন্তবাবু ওই হোটেলে ছিলেন। পুলিশ ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদহ উদ্ধার করে। হোটেলের সিসিটিভি ফুটেজেও সুমন্তবাবুর ঝাঁপ দেওয়ার ঘটনাটি ধরা পড়ে।
কিন্তু সুমন্তবাবুর এই আত্মহত্যার কারণ কি এখনো তা সম্পূর্ণ অজানা। ইতিমধ্যে পুলিশ গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে। এছাড়া মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার পাশাপাশি হোটেল কর্তৃপক্ষকে এই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।