পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দক্ষিণ চব্বিশ পরগণার ঠাকুরপুকুর থ্রি-এ বাসস্ট্যান্ড মোড়ের কাছে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১ জন ইএসআই হাসপাতাল কর্মীর। মৃতার নাম রূপা মণ্ডল। বয়স ৩৯ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, ঠাকুরপুকুরের বাসিন্দা রূপা দেবী নাইট ডিউটি করে ছেলের স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন। ছেলেই স্কুটিটি চালাচ্ছিলেন। ওই সময় পৈলানের দিক থেকে দু’টি বেসরকারী বাস রেষারেষি করে দ্রুত গতিতে আসার সময় এসডি-১৬ নম্বর রুটের একটি বাস স্কুটিটিকে ধাক্কা মারতেই মা ও ছেলে স্কুটি থেকে ছিটকে রাস্তায় পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
আর তখনই রূপা দেবী ওই বাসের চাকাতেই পিষ্ট হলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর ছেলেও গুরুতর আহত হয়েছেন। ঠাকুরপুকুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। এর পাশাপাশি ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here