নিজস্ব সংবাদদাতাঃ দার্জিলিংঃ দার্জিলিংয়ে ছুটি কাটাতে গিয়ে এক জন বাঙালী পর্যটকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। দার্জিলিংয়ে ঘোরার সময় আচমকা ওই পর্যটক অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। মৃত ব্যক্তির নাম দীপাঞ্জন সাহা। বয়স ৫৮ বছর। বাড়ি হুগলীর ভদ্রেশ্বরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিন তিনেক আগে দীপাঞ্জনবাবু দার্জিলিংয়ে বেড়াতে যান। শুক্রবার ও শনিবার লামাহাটায় ছিলেন। রবিবার লামহাটা থেকে দার্জিলিংয়ে যান। সারা দিন ঘোরার পর লামাহাটা ফেরার পথে আচমকাই অসুস্থ বোধ করেন। এরপর তাকে চিকিৎসার জন্য নিয়ে দার্জিলিং জেলা সদর হাসপাতালে যাওয়া হয়। তবে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। কিন্তু এই মৃত্যু কি কারণে ঘটেছে তা চিকিৎসকদের কাছেও অজানা। আজ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
Sponsored Ads
Display Your Ads Here
জিটিএর পর্যটন বিভাগ দীপাঞ্জনবাবুর পরিবারের বাকি সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে। জিটিএর স্বাস্থ্য বিভাগের সভাসদ রাজেশ চৌহান এই প্রসঙ্গে জানান, ‘‘আমরা মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে শিলিগুড়ি অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আর মৃত্যুর কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে। বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।’’ উল্লেখ্য, দার্জিলিঙে বেড়াতে গিয়ে পাহাড়ের ‘ভিউ পয়েন্টে’ দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পাহাড়ের খাদে পা ফস্কে মুর্শিদাবাদের ১৮ বছর বয়সী এক জন যুবকের মৃত্যু হয়েছিল। মৃতের নাম আলাহীন শেখ।
Sponsored Ads
Display Your Ads Here