ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ ফের বাংলাদেশে পাশবিকতার নজির প্রকাশ্যে এসেছে। শুক্রবার বাংলাদেশে এক জন মহিলাকে গণধর্ষণ করে মুখে বিষ ঢেলে খুন করার অভিযোগ উঠলো। মৃতা এক জন ইউনিয়ন পরিষদের সদস্য।
পরিবার সূত্রে খবর, গত মঙ্গলবার ওই মহিলা কাজ শেষ করে বাড়ি ফেরার পথে এক স্থানীয় যুবকের ফোন পান। তাকে পাওনা টাকা আনতে এক জন ব্যক্তির বাড়িতে ডাকা হয়। ওই মহিলা সেই মতো সেখানে যেতেই কয়েকজন যুবক একত্রিত হয়ে গণধর্ষণ করে। আর ধর্ষণের ভিডিয়োও রেকর্ড করে রাখা হয়। এমনকি ওই ভিডিয়ো দিয়ে ক্রমাগত ব্ল্যাকমেইল করে দুই লক্ষ টাকা দাবী করছিল। এরপর ওই মহিলা গোটা ঘটনা পুলিশকে জানিয়ে দেবে বলতেই অভিযুক্তরা তার মুখে জোর করে বিষ ঢেলে দেয়। তবে ওই মহিলা বাড়ি ফিরে কাউকে এই বিষয়ে জানাননি।
Sponsored Ads
Display Your Ads Here
কিন্তু রাতেরবেলাই অসুস্থ হয়ে পড়েন। তারপর শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন সকালবেলা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় ওই মহিলা নিজের ছেলেকে যাবতীয় ঘটনা খুলে বলেন। এছাড়া অভিযুক্তদের নামও বলে যান। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘটনার দিন ওই নির্যাতিতা মহিলাকে অভিযুক্তরা ঘরে নিয়ে যায়। তিনি ঘর থেকে চলে যেতে চাইলেও, জোর করে আটকে রেখে পরে দরজা বন্ধ করে নির্মম অত্যাচার করা হয়। এই পাশবিক ঘটনাকে কেন্দ্র করে সমগ্র পরিবারে শোকের ছায়া নেমেছে।
Sponsored Ads
Display Your Ads Here