মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ ফের উত্তর চব্বিশ পরগণার দমদম স্টেশনে থেকে হুগলীর বাসিন্দা বাবলু গড়ুই নামে এক ব্যক্তিকে প্রচুর সোনার গয়না সহ গ্রেপ্তার করা হয়েছে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, আজ বিকেল ৪ টে নাগাদ দমদম স্টেশনে যাত্রীদের ব্যাগ স্ক্যান করার সময় দেখা যায়, ওই ব্যক্তি ব্যাগে ধাতব সামগ্রী বহন করছেন। ব্যাগ পরীক্ষা করতেই প্রায় ৩৪৫ গ্রাম গয়না উদ্ধার হয়। যার বাজার মূল্য ১৫ লক্ষ ৬৫ হাজার টাকা।
Sponsored Ads
Display Your Ads Here
সোনার গয়নাগুলি কোথা থেকে কিনেছিলেন ও কার কাছে পাঠাচ্ছিলেন সেই সংক্রান্ত কোনোরকম তথ্য জানতে না পারায় সিঁথি থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে বাবলুকে নিজেদের হেফাজতে নিয়ে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত, গত এপ্রিল মাসে প্রায় ২৫ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধারের পর ২ রা সেপ্টেম্বর দমদম স্টেশনে এক জন যুবকের কাছ থেকে বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার হয়।
Sponsored Ads
Display Your Ads Here
একের পর এক এই ধরনের ঘটনা ঘটায় মেট্রোর আধিকারিকরা চিন্তায় পড়েছে। এতদিন রেলের মাধ্যমে সোনা পাচার হতে দেখা গিয়েছে। তবে এবার কি পাচারকারীরা কলকাতার লাইফলাইন মেট্রোকেই সোনা পাচারের রুট বানাচ্ছে? তা নিয়ে নানা প্রশ্নও উঠছে।