নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ আজ মালদার মানিকচকের মীরদাদপুর অঞ্চলের রাজনগরের দামোদরপুর ঘোষপাড়া এলাকার বাসিন্দা বিশু ঘোষের জমি পরিষ্কার করতে গিয়ে উদ্ধার হলো এক সোনার দুর্গা মূর্তি। যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
এই মূর্তির খবর পেয়ে এলাকাবাসীরা ঘটনাস্থলে এসে জড়ো হন। এরপর মূর্তিটিকে নিয়ে গিয়ে জল দিয়ে পরিষ্কার করেন। এলাকাবাসীদের দাবী, “মূর্তিটি একটি সোনার দুর্গা মূর্তি।” পাশাপাশি মানিকচক থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে এসে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করেছেন।
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
এছাড়া মূর্তিটি কার বা কোথা থেকে আনা হয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছেন। তবে ইতিমধ্যে এলাকাবাসীরা মূর্তিটিকে পুজোও করতে শুরু করে দিয়েছেন।