নিজস্ব সংবাদদাতাঃ আসামঃ গতকাল আসামের আথাবাড়ি চা বাগান এলাকায় উদ্ধার হয়েছে হাত-পা বাঁধা অবস্থায় ১ কিশোরী। এলাকাবাসীরা কিশোরীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগও উঠেছে। এরপর এলাকাবাসীরাই পুলিশের কাছে খবর দেন।
পুলিশ সূত্রে খবর, গত ৩ রা ফেব্রুয়ারী থেকে ওই কিশোরী নিখোঁজ ছিল। ওই কিশোরীর মা দু’জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলায় অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় জড়িত সন্দেহজনক দুই জন ব্যক্তিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে পকসো আইনে ৩৭৬ ধারায় মামলা রুজু করেছেন।
এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত ছিলেন কি না তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা চলছে। পাশাপাশি এই ঘটনায় অপহরণ করা হয়েছিল না কি বা এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে তা পুলিশ খতিয়ে দেখছেন। এর সাথে সাথে চা বাগান এলাকার বাসিন্দাদের সঙ্গেও কথা বলছেন।