নিজস্ব সংবাদদাতাঃ উড়িষ্যাঃ উড়িষ্যার জাজপুরে ধর্ষণের হাত থেকে বাঁচতে বিদ্যালয়ের ছাদ থেকে ঝাঁপ দেয় কেওনঝড়ের এক জন কিশোরী।
জানা গিয়েছে, রাতেরবেলা ওই কিশোরী ভাইয়ের সঙ্গে দিদির বাড়ি যাচ্ছিল। কিন্তু বাস থেকে নামার পর মুষলধারায় বৃষ্টি শুরু হলে ওই পাঁচ জন অভিযুক্ত তাদের একটি বিদ্যালয়ে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। সেই মতো ওই কিশোরী ও তার ভাই বিদ্যালয়ে আশ্রয় নেয়।
এরপর ওই পাঁচ জন অভিযুক্ত বিদ্যালয়ে প্রবেশ করে ওই কিশোরীর ভাইকে বেধড়ক মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেন। তারপর ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেন। সেই সময় সে নিজেকে বাঁচাতে বিদ্যালয়ের ছাদ থেকে ঝাঁপ দেয়।
এদিকে ওই নির্যাতিতার ভাইয়ের চিৎকার শুনে এলাকাবাসীরা ঘটনাস্থলে গিয়ে পুলিশের কাছে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে ওই নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আপাতত তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় পুলিশ ওই পাঁচ জন অভিযুক্তকে গ্রেফতার করেছেন।