ব্যুরো নিউজঃ ইংল্যান্ডঃ ঋতুস্রাব চলাকালীন যন্ত্রণা থেকে মুক্তি পেতে গর্ভনিরোধক ওষুধ খেয়ে মৃত্যু হয়েছে ১৬ বছর বয়সী ১ জন ছাত্রীর। মৃত ছাত্রী ইংল্যান্ডের বাসিন্দা লায়লা খান। সিটি স্ক্যান রিপোর্ট দেখে জানা যায়, মূলত মাথায় রক্ত জমাট বেঁধে এই মৃত্যু হয়েছে।
সূত্রের খবর, লায়লার ঋতুস্রাবের কারণে তলপেটে অসহ্য যন্ত্রণা হচ্ছিল। তাই যন্ত্রণা থেকে মুক্তি পেতে বন্ধুদের পরামর্শে ২৫ শে নভেম্বর থেকে একটানা গর্ভনিরোধক ওষুধ খেতে শুরু করে। এরপর দশ দিন পর থেকেই প্রচণ্ড বমি ও মাথা যন্ত্রণা শুরু হয়। আর পরিস্থিতি আরো খারাপ হতে থাকে।
চিকিৎসক মারফত জানা গিয়েছে, গর্ভনিরোধক ওষুধে ইস্ট্রোজেন উচ্চ মাত্রায় থাকে। শরীরে বাড়তি ইস্ট্রোজেনের মাত্রা রক্ত জমাট বাঁধার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই যেকোনো হরমোনজনিত ওষুধ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়। তেমনই ঋতুস্রাবের যন্ত্রণা খুব বেশী হলে ব্যথানাশক ওষুধ খাওয়ার আগেও চিকিৎসকের পরামর্শ নেওয়ায়ও ভীষণ গুরুত্বপূর্ণ।