নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ নারী নিরযাত্নের তকমা যেন উত্তরপ্রদেশের পিছু ছাড়ছে না। ধর্ষণ কাণ্ডে ললিতপুরের পরে এবার ফতেপুরের নাম উঠে এলো। মঙ্গলবার রাতে ফতেপুরের চাঁদপুর এলাকার বাসিন্দা ১৫ বছর বয়সী এক দলিত কিশোরীকে স্থানীয় এক যুবক ধর্ষণ করায় কিশোরী বিষ খেয়ে আত্মঘাতী হয়।
জানা গেছে, ‘‘মঙ্গলবার গভীর রাতেরবেলা কিশোরী গ্রামে পাশের জঙ্গলে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজখুঁজি শুরু করেন। এরপর পাশের জঙ্গলে কিশোরীকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় এক জন চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।’’
এই ঘটনায় গতকাল অপমানে গতকাল ওই কিশোরী কীটনাশক খায়। তবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর আগে ধর্ষকের নাম বলে যায়। তারপর ওই কিশোরীর মা-বাবার অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করার পর অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।