নিজস্ব সংবাদদাতাঃ আলিপুরদুয়ারঃ আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের দক্ষিণ কামাখ্যাগুড়ি এলাকায় পিক-আপ ভ্যানে করে কাঠ পাচারের সময়ে এক জন বনকর্মী পাচার আটকাতে গেলে তাকে গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠলো ওই গাড়ির চালকের বিরুদ্ধে। এই ঘটনায় আহত হয়েছেন কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের বনকর্মী মহাদেব দাস।
বন দপ্তর সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে সেগুন কাঠ পাচার রুখতে কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জের রেঞ্জার রানা গুহের নেতৃত্বে বনকর্মীরা অভিযান চালান। ওই সময় সেগুন কাঠ বোঝাই একটি পিক-আপ ভ্যান রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন বনকর্মীরা রাস্তার উপরে দাঁড়িয়ে গাড়িটিকে দাঁড়ানোর সঙ্কেত দিলেও সেটি না থেমে বেপরোয়া ভাবে দ্রুত গতিতে বেরিয়ে যায়।
এরপর বনকর্মীরা রাস্তার পাশে ছিটকে পড়তেই মহাদেববাবু আহত হন। তারপর ফের বনকর্মীদের কয়েক জন ওই গাড়িটির পিছু নেন। আর তিন বারের চেষ্টায় লক্ষাধিক টাকার সেগুন কাঠ সহ অভিযুক্ত গাড়ির চালক ২৩ বছর বয়সী আলি হোসেনকে গ্রেফতার করেন। পাশাপাশি বন সহায়ক পদে কর্মরত মহাদেববাবুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, তার পা ভেঙে গিয়েছে। এদিকে আলি গ্রেফতারের পরেও বনকর্মীদের হুমকি দেয়। এই ঘটনার তদন্তে নেমে জানা গিয়েছে, এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে চুরি, দু’টি খুন ও গাঁজা পাচারের অভিযোগ রয়েছে। ফলে পুরোনো মামলার বিষয়েও খোঁজখবর শুরু করা হয়েছে।
গতকাল আলিকে কাঠ পাচারের মামলায় আলিপুরদুয়ার জেলা আদালতে পেশ করা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা জানান, ‘‘কাঠ পাচারের অভিযোগে আলিকে আদালতে পেশ করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি বন দপ্তরের কাজে বাধা এবং বনকর্মীদের উপরে আক্রমণের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে পুলিশের কাছে খুনের চেষ্টার লিখিত অভিযোগ দায়ের করা হবে।’’