নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ গতকাল রাতেরবেলা ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া রেঞ্জের কুসুমঘাটি বিটের অধীন গোবিন্দপুর গ্রামে একটি মহিলা অপরিণত বয়স্ক (সাব-অ্যাডাল্ট) হাতির মৃত্যু হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক হইচই শুরু হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতিটি জমিতে পড়ে ছিল। শুঁড়ে রক্তের দাগও ছিল। গ্রামবাসীরা প্রথা মেনে ধূপ ও সিঁদুর দিয়ে মৃত হাতির পুজো করেন। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, হাতিটির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ সর্ম্পকে জানা যাবে। আজ ময়নাতদন্ত করা হবে।
এর পাশাপাশি সঠিক তদন্তের জন্য ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হয়েছে। স্থানীয় সূত্রে এও খবর পাওয়া গিয়েছে যে, কুসুমঘাটির জঙ্গল সংলগ্ন এলাকায় প্রায় পঁচিশটি হাতির একটি দল ছিল। ওই দলেই এই মৃত হাতিটি ছিল। বয়স আনুমানিক বারো বছর বয়সী হবে বলে মনে করা হচ্ছে।