নিজস্ব সংবাদদাতাঃ হায়দ্রাবাদঃ গতকাল হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে ৩৫ বছর বয়সী ১ জন মহিলার মৃত্যু হয়েছে। আর তার ৯ বছর বয়সী পুত্র গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। মৃত মহিলার নাম রেবতী।
সূত্রের খবর, এদিন অভিনেতা অল্লু অর্জুন সহ ছবির অন্যান্য কলাকুশলীরা ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে এসেছিলেন। রাত ১০টা ৩০ মিনিট নাগাদ অল্লু অর্জুন আসার খবর পেয়ে দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে প্রেক্ষাগৃহের মূল প্রবেশপথের লোহার গেটও ভেঙে যায়। এই হুড়োহুড়ির মধ্যে ওই রেবতী দেবীও তার স্বামী ও দুই সন্তানের সঙ্গে এসেছিলেন। কিন্তু প্রচণ্ড ভিড়ের চাপে রেবতী দেবীর পদপিষ্ট হয়ে মৃত্যু হয়।
তবে আগে থেকেই পুলিশ পরিস্থিতি সামলাতে সেখানে মোতায়েন ছিল। তবুও লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করতে ব্যর্থ হয়। অর্থাৎ পুলিশের পক্ষেও পরিস্থিতি সামলানো সম্ভব হয়নি। পরে পুলিশী পাহারায় অভিনেতা প্রেক্ষাগৃহ থেকে বেরোন। এরপর অনুরাগীদের উদ্দেশ্যে গাড়ি চলাচলের জন্য রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন।
!