লকডাউনে কাজ হারিয়ে জঙ্গলে বাস এক পরিবারের

Share

স্নেহাশীষ মুখার্জিঃ নদীয়াঃ লকডাউনে কাজ হারিয়েছে বহু মানুষ। এদের মধ্যে অনেকে সরকারী সাহায্য পেলেও এখনো কোনো সাহায্য পায়নি তারক বসাকের পরিবার।

https://www.youtube.com/watch?v=d9N439eh5xI


https://www.youtube.com/watch?v=E0L5ZTul0yc


জানা গেছে, তারক বাবু পেশায় তাঁতির কাজ করতেন। লকডাউনে কাজ হারিয়ে ঘর ভাড়া না দিতে পারায় বাড়ির মালিক বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। এরপর পুরো পরিবার নিয়ে নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এক জঙ্গলে আশ্রয় নিয়েছেন। প্রায় তিন মাস যাবৎ নবদ্বীপ ধাম স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মের পিছনের এক জঙ্গলে ত্রিপল খাটিয়ে ছোট্টো একটি কুঁড়ে ঘর বানিয়ে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকেন।

https://www.youtube.com/watch?v=zFsX96DHhL4


তারক বাবুর বাড়ি ধাত্রী গ্রামে ছিল। গত লকডাউনে তারক বাবু কাজ হারিয়েছেন। তারপর ভাড়া বাড়ি থেকে ভাড়া না দিতে পারায় বাড়ির মালিক তাড়িয়ে দেয়। এরপরই তারা বাড়ি ছেড়ে নবদ্বীপে চলে আসে। বর্তমানে সেখানেই পরিবারকে নিয়ে থাকেন। খাবার বলতে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে যা খাবার দেয় একমাত্র সেইটুকুই ভরসা।

https://www.youtube.com/watch?v=Yso_nm4FOA0

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930