নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ গতকাল গভীর রাতেরবেলা শিলিগুড়ির সেবক রোডের একটি বহু পুরোনো খাবার হোটেলে আগুন লেগে যায়। আর ওই আগুনে পুড়ে মারা গিয়েছেন পরিমল দাস নামে হোটেলের ১ জন কর্মী। বাড়ি কোচবিহারের মাথাভাঙায়।
জানা গিয়েছে যে, এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখার পরই দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ওই হোটেলের আগুন থেকে পাশের দু’টি দোকানেও আগুন ছড়িয়ে দোকান দু’টি একেবারে পুড়ে গিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া বেশ কয়েক মাস ধরে পরিমলবাবু হোটেলে থেকেই কাজ করতেন। আর অগ্নিকাণ্ডের সময় তিনি হোটেলের ভিতরে থাকায় বের হতে না পেরে সেখানেই মৃত্যু হয়। এরপর পুলিশও খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পরিবারকে খবর দেন।
Sponsored Ads
Display Your Ads Here
সকালবেলা শিলিগুড়ির মেয়র গৌতম দেব ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আশপাশের দোকানের মালিকের সাথে কথা বলেন। আর জানান, ‘‘ছোটোবেলা থেকে এই হোটেল দেখছি। বহু পুরনো হোটেল। এক জনের মৃত্যু হয়েছে। পুলিশ-প্রশাসনকে জানিয়েছি, ফরেন্সিক রিপোর্ট করার জন্য। তা হলেই আগুনের উৎস বোঝা যাবে।’’
Sponsored Ads
Display Your Ads Here
অগ্নিকাণ্ডের সময় দোকানের ভিতর থেকে বিকট শব্দ হয়। সম্ভবত সিলিন্ডার ফাটার শব্দ হতে পারে। ইতিমধ্যে পুলিশ অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছেন।