নিজস্ব সংবাদদাতাঃ তামিলনাড়ুঃ তামিলনাড়ুর নীলগিরিতে একটি পূর্ণবয়স্কা হাতি খাবারের খোঁজে বেরিয়ে পা পিছলে গভীর খাদে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। বেশ কিছুক্ষণের চেষ্টার পর বন দপ্তরের কর্মীরা মৃত হাতিটিকে খাদ থেকে তুলেছে।
বন দপ্তর সূত্রে খবর, ৩৩ বছর বয়সী ওই হস্তিনীটি খাবারের খোঁজে বেরিয়েছিল। পথে হাতিটি কোনো কারণে পা পিছলে পাশের ৭০ ফুট গভীর খাদে পড়ে যায়। প্রথমে একটি বিশাল পাথরের উপর আছড়ে পড়ে সেখানেই আটকে ছিল। বন দপ্তরের কর্মীরা খবর পেয়ে ওই এলাকায় পৌঁছে হাতিটিকে তোলা হবে কিভাবে, সেই পরিকল্পনা শুরু করে। তখনই হাতিটি নড়াচড়া করতে গিয়ে ওই পাথরের উপর থেকে নীচে পড়ে যায়। পর পর এই দু’বার উঁচু থেকে পড়ে যাওয়ার পর আর তাকে বাঁচানো যায়নি। অতঃপর বন দপ্তরের কর্মীদের চোখের সামনেই মৃত্যু হয়।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর হাতিটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হলে, প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, তার মাথার খুলিতে আঘাতের কারণে মৃত্যু হয়েছে। আর জঙ্গলের মধ্যেই হাতিটির দেহটি সমাধিস্থ করা হয়েছে। উল্লেখ্য, বনভূমি ক্রমশ সংকুচিত হওয়ায় গত কয়েক বছর ধরে নীলগিরিতে হাতিদের প্রাকৃতিক বাসস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে হাতিরা খাবার ও জলের খোঁজে বিপজ্জনক পথে পাড়ি দিতে গিয়ে এই দুর্ঘটনার মধ্যে পড়ে।
Sponsored Ads
Display Your Ads Here