নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ গতকাল নয়ডা পুলিশ নয়ডার বিশরাখ থানার চিপিয়ানা আন্ডারপাসের কাছে এক মাদক পাচারকারীকে ৩৭ কেজির বেশী গাঁজা সহ গ্রেফতার করলেন। উদ্ধারপ্রাপ্ত গাঁজার বতর্মান বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটিতে জাল নম্বর প্লেট লাগানো ছিল। পুলিশের সন্দেহ হওয়ায় গাড়িটিকে আটক করা হয়। এরপর তল্লাশী চালিয়ে ৩৭ কেজি ৪৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া ৩৫ বছর বয়সী গাড়ির চালক মুন্না ঝাঁকে গ্রেফতার করা হয়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
তারপর বিহারের সমস্তিপুরের বাসিন্দা মুন্নাকে জেরা করে জানা যায়, তিনি ওই গাঁজা নয়ডার টিগরি থেকে চালান করছিলেন। কিন্তু ওই গাঁজা কোথায় চালান করা হচ্ছিল, কারাই বা এই চক্রে জড়িত তা জানতে তদন্ত শুরু করা হয়েছে।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code