চয়ন রায়ঃ কলকাতাঃ গতকাল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রাক্টর উল্টে মৃত্যু হয়েছে সঞ্জিত রায় নামে এয়ার ইন্ডিয়ার ইউটিলিটি এজেন্ট ড্রাইভারের।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, যখন সঞ্জিতবাবু ট্রাক্টরটি নিয়ে ১৮ নম্বর হ্যাঙ্গার থেকে ২০ নম্বর হ্যাঙ্গারের দিকে যাচ্ছিল তখন শর্ট টার্ন নেওয়ার চেষ্টা করলে হঠাৎ ট্রাক্টরটি উল্টে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। ফলে ট্রাক্টরটির পিছনের অংশও একেবারে দুমড়েমুচড়ে যায়।
আর এই ঘটনাটির সাথে সাথে ওই ট্রাক্টর চালক রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এরপর দ্রুত সঞ্জিতবাবুকে এয়ার ইন্ডিয়ার অ্যাম্বুলেন্সে করে ভিআইপি রোডের ধারে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
কিন্তু ট্রাক্টরটি উল্টে গেলো কিভাবে তা বিশদে জানার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো অবধি এই ঘটনায় বিমান বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে কোনোরকম বিবৃতি পাওয়া যায়নি।