নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে বাইকে চেপে যাওয়ার পথে হাওড়ার সাঁতরাগাছি সেতুতে ৪০ বছর বয়সী এক জন চিকিৎসকের মৃত্যু হয়। মৃত ব্যক্তি হলেন অ্যানাসথেশিস্ট শুভাশিস ঘোষ। বাড়ি হুগলীর উত্তরপাড়ায়। বিভিন্ন বেসরকারী হাসপাতালে অ্যানাসথেশিস্ট হিসাবে কাজ করতেন। হাওড়ার বেশ কয়েকটি নার্সিংহোমের সাথে যুক্ত ছিলেন।

জানা যায়, এদিন শুভাশিসবাবু উলুবেড়িয়ার একটি বেসরকারী নার্সিংহোম থেকে বাইকে চেপে অন্য একটি হাসপাতালে যাওয়ার পথে একটি বেসরকারী বাস বাইকটিকে পাশ থেকে চেপে দেয়। ফলে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে ধাক্কা মারতেই তিনি ছিটকে পড়েন। এই ঘটনায় শুভাশিসবাবুর মাথায় ও বুকে প্রচণ্ড ধাক্কা লাগে। এরপর পুলিশ আসতেই আশঙ্কাজনক অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে শুভাশিসকে মৃত বলে ঘোষণা করা হয়।
Sponsored Ads
Display Your Ads Hereপাশাপাশি পরিবারের সদস্যরা সহ বিভিন্ন হাসপাতালের কর্মীরা খবর পেয়ে হাওড়া জেলা হাসপাতালে পৌঁছে যান। এদিকে, পুলিশও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে।