নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ গতকাল বর্ধমান শহরে নিজের বাড়ি থেকে উদ্ধার ১ জন চিকিৎসকের ঝুলন্ত মৃতদেহ। মৃত চিকিৎসকের নাম সুমিত খটিক। বয়স ৪২ বছর। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের আরএমও ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরী হয়।
স্থানীয় সূত্রে খবর, বাড়িতে স্ত্রী, কন্যা ও শ্বশুর-শাশুড়ি থাকতেন। স্ত্রী বাবাকে নিয়ে দুর্গাপুরে চিকিৎসা করাতে এসেছিলেন। আর ওই সময় সুমিতবাবু গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন। এদিকে দুপুরবেলা থেকে তাকে ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় শাশুড়ি পাশের বাড়ির যুবককে পুরো বিষয়টি জানালে ওই যুবক কয়েক জনকে নিয়ে এসে দরজা খুলতেই সুমিতবাবুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
এরপর বর্ধমান থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পাশাপাশি এই আত্মহত্যার পিছনে কি কারণ আছে তা জানতে তদন্ত শুরু করেছেন। এই ঘটনায় সমগ্র পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।