নিজস্ব সংবাদদাতাঃ অন্ধ্রপ্রদেশঃ অন্ধ্রপ্রদেশের তিরুপতির রেনিগুন্টায় শর্ট সার্কিট থেকে বাড়িতে আগুন লেগে পুড়ে মৃত্যু হলো এক জন চিকিৎসক ও তার দুই সন্তানের। এই ঘটনায় পরিবার জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, মৃত চিকিৎসক রবিশঙ্কর রেড্ডির বাড়ির এক তলায় একটি ক্লিনিক ছিল। আর উপরের দু’টি তলায় সপরিবার থাকতেন। কিন্তু আজ আচমকা শর্ট সার্কিট থেকে ক্লিনিকে আগুন লেগে যায়। তবে সেই সময় ক্লিনিক বন্ধ থাকায় কেউ ছিলেন না। আগুন এক তলা ছাড়িয়ে দোতলায় পৌঁছালে রবিশঙ্কর ব্যাপারটি বুঝতে পারেন।
দমকলকর্মীরা এই ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান। ঘটনার সময় পরিবারের পাঁচ জন সদস্য বাড়িতে থাকায় তিনি স্ত্রী অনন্তলক্ষ্মী, মা রামা সুব্বাম্মা, দুই সন্তান সিদ্ধু এবং কার্তিকাকে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন। কিন্তু অনন্তলক্ষ্মী দেবী ও রামা সুব্বামা দেবী বেরিয়ে আসতে পারলেও রবিশঙ্কর সিদ্ধু এবং কার্তিকাকে নিয়ে আটকে পড়েন।
এরপর দমকলকর্মীরা ভিতরে ঢুকে তিন জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা জানান, রবিশঙ্করের শরীরের ৯০ শতাংশ পুড়ে যাওয়ায় মৃত্যু হয়েছে। পাশাপাশি সিদ্ধু ও কার্তিকারও মৃত্যু হয়েছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানান যে, পাঁচ বছর আগে ওই তিন তলা বাড়িটি তৈরী হয়েছিল। আর ওই বাড়িতে কোনো অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল না বলেই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তাই আগুন ছড়িয়ে পড়লেও তা নেভানোর কোনো উপায় ছিল না।