নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের পাশাপাশি এবার করোনার ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়ে দেশের মধ্যে মধ্যপ্রদেশে প্রথম মৃত্যু হলো ১ জনের।
প্রশাসন সূত্র অনুযায়ী জানা গেছে, মৃত মহিলা মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বাসিন্দা। দেশের মধ্যে ডেল্টা প্লাসে আক্রান্ত রোগীদের মধ্যে পাঁচ জন মধ্যপ্রদেশের বাসিন্দা। এদের মধ্যে চার জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। আর গতকাল মৃত্যু হয়েছে একজন মহিলার।
Sponsored Ads
Display Your Ads Here
উজ্জয়িনীর নোডাল কোভিড অফিসার রৌনকের কথা অনুযায়ী, “ওই মহিলা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ওই মহিলার শরীরের নমুনা জিনোম সিকোয়েন্সিং করে ডেল্টা প্লাস স্ট্রেন খুঁজে পাওয়া যায়”।
Sponsored Ads
Display Your Ads Here
সূত্রের খবরের ভিত্তিতে জানা যায়, ওই মহিলা ও তার স্বামী দুজনেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। স্বামী ভ্যাক্সিনের দুটি ডোজ নিলেও ওই মহিলা শুধুমাত্র একটি ডোজ নিয়েছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যারা ডেল্টা প্লাসে আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শে কেউ এলে তত্ক্ষণাত্ করোনা পরীক্ষা করাতে হবে”।